সঙ্কটজনক কিংবদন্তী কোচ ও ফুটবলার পিকে। প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি তাঁর ক্রমশ খারাপ হচ্ছে। মাঝে মধ্যে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও গত ৪৮ঘন্টা ধরে তা ক্রমশ খারাপ হচ্ছে। আগে পরিচতদের ডাকে সাড়া দিচ্ছিলেন। কিন্তু রবিবার থেকে সেই পরিস্থিতিও নেই। সকলে উদ্বিগ্ন। বাইপাসের ধারে যে হাসপাতালে রয়েছেন, সেই হাসপাতালের চিকিৎসকরা চেষ্টা করছেন। গত ৭ ফেব্রুয়ারি থেকে তিনি এখানে ভর্ত।





























































































































