“আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল”, রাজ্যবাসীকে অভিনন্দন মমতার

0
14

টুইটারে দোলের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার সকালে টুইটে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী।

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল”। সঙ্গে তিনি লিখেছেন, “সবাইকে ন্যাড়া পোড়ার শুভেচ্ছা জানাই। আসুন চাঁচর জ্বালিয়ে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করি”।

প্রসঙ্গত, দোল উৎসবকে কেন্দ্র করে যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইতিমধ্যেই প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মমতা।