সেই পুরনো শচীন-শেহবাগ জুটি

0
5

সাত বছর। ফের ওয়াংখেড়েতে ব্যাট হাতে নিলেন শচীন তেন্ডুলকার। সঙ্গে শেহবাগ। ওয়ার্ল্ড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালো জাহির খান, মুনাফ প্যাটেলরা। ওয়েস্ট ইন্ডিজ ৮উইকেটে ১৫০ রান করে। চন্দ্রপল ৬১, ড্যারেন গঙ্গা ৩২ রান করলেন। লারা ১৭ বলে ১৫ করলেন। পাল্টা ভারত লিজেন্ড খেলতে নেমে ২৯ বলে ৩৬ রান করলেন শচীন, শেহবাগ অপরাজিত ৭৪। ১১টি চার। আর শচীন ৭টি বাউন্ডারি মারলেন। সেই পুরনো টাচ, সঙ্গে ধ্বংসাত্মক শেহবাগ। যেন সেই পুরনো জুটি।