সোশ্যাল অ্যাকাউন্ট থেকে সরে গেলেন মোদি!

0
3

কথা দিয়ে কথা রাখলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল অ্যাকাউন্ট থেকে সরে গেলেন। সকালে ট্যুইট করে জানালেন, তাঁর সোশ্যাল অ্যাকাউন্টগুলি তুলে দিচ্ছেন সাত কৃতি মহিলার হাতে। যেখান থেকে সাত মহিলা শোনাবেন তাঁদের কথা। সেই সঙ্গে নারীদিবসে তাঁর বার্তা, নারীশক্তির চেতনা ও কৃতিত্বকে সেলাম জানাই। আগেই জানিয়েছিলাম। তাই আজ অ্যাকাউন্ট থেকে সাইন অফ করছি। ভারতে অসংখ্য কৃতি।মহিলা রয়েছেন। তাঁরা দুর্দান্ত কাজ করছেন। তাঁদের কথা আরও মানুষকে উদবুদ্ধ করবে। দেশবাসী এঁদের কাছে শিক্ষা নিন।

আরও পড়ুন-বড় অঙ্কের ঋণের বিনিময়ে ঘুরপথে কোটি কোটি টাকা ঘুষ নিতেন ইয়েস ব্যাঙ্ক প্রতিষ্ঠাতা!