ঠিক যেন ২০০৩ বিশ্বকাপের ফাইনালের অ্যাকশন রিপ্লে। ১৭ বছর পরে মহিলা বিশ্বকাপের ফাইনালেও সৌরভদের মতো সেই একই পরিস্থিতির সামনে হরমনপ্রীত কৌরের ভারত। এবারেও প্রথমে ব্যাট করে বিশাল রানের ইনিংস খেলল অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যালিসা হিলি এবং বেথ মুনির জোড়া অর্ধশতরানের সুবাদে মেলবোর্নে ১৮৪ রানের বড়সড় টার্গেট ভারতকে দেয় অজিরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে হলে ২০ ওভারে ১৮৫ রানের কঠিন লক্ষ্যে পৌঁছাতে হত টিম ইন্ডিয়াকে।বিশাল লক্ষ্যমাত্র নিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় মহিলা দল।
বিশ্বকাপের ফাইনালে শেফালি ব্যর্থ হয়েছে। এদিন তরুণতম মহিলা ক্রিকেট হিসেবে বিশ্বকাপের ফাইনাল খেলে নজির গড়েন শেফালি। কিন্তু, সেই রেকর্ডের ম্যাচে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। প্যাভিলিয়নে ফিরে যান ভাল ফর্মে থাকা জেমিমা রডরিগেজও। বিশাল রানের সামনে শুরুতেই একের পর এক উইকেট খুইয়ে চাপে পরে যায় ভারত। শেষপর্যন্ত ৯৯ রানে সব উইকেট খুইয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল ভারতীয় মেয়েদের।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.