ইয়েস ব্যাঙ্কের আর্থিক কেলেঙ্কারির শিকড়ে পৌঁছতে শুক্রবার রাতেই এই ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরের ওরলির বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেশ থেকে পালানো আটকাতে লুকআউট নোটিস জারি হয় বিমানবন্দরগুলিতে। ইডি তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপ ও বেআইনিভাবে টাকা পাচারের অভিযোগে কেস শুরু করেছে। ইডির নোটিস পেয়ে শনিবার সকালে মুম্বইয়ের ইডি দফতরে হাজির হয়েছেন রানা কাপুর। চলছে জেরা। যে কোনও মুহূর্তে তাঁকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল রাতেও তাঁর বাড়ি তল্লাশি চলাকালীন কাপুরকে ম্যারাথন জেরা করা হয়েছে।































































































































