অযোধ্যার রামমন্দিরের জন্য ১ কোটি টাকা অনুদানের ঘোষণা উদ্ধবের

0
1

অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা অনুদান দেবে মহারাষ্ট্র সরকার। শনিবার অযোধ্যায় গিয়ে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি জানান, অযোধ্যা সফর প্রতিবারই তাঁর কাছে সুসংবাদ বয়ে আনে। আগের অযোধ্যা সফরের পরেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এটি তাঁর তৃতীয় অযোধ্যা সফর। যদিও করোনা আতঙ্কে এদিন অযোধ্যায় আরতি পর্বটি হয়নি। তথাকথিত ধর্মনিরপেক্ষ দুই দল এনসিপি ও কংগ্রেসের বর্তমান জোটসঙ্গী শিবসেনা প্রধান এদিন বলেন, বিজেপির সঙ্গে জোট ছেড়েছি কিন্তু হিন্দুত্ব নয়। বিজেপি আর হিন্দুত্ব এক নয়।

আরও পড়ুন-ইয়েস ব্যাঙ্ক সঙ্কট-কাণ্ডে কেন্দ্রের সমালোচনায় সরব চিদাম্বরম