দমদমের মল্লিক কলোনিতে ভয়ঙ্কর ডাকাতি। বাধা দিতে গেলে মদন দাস নামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলে দমদম থানার পুলিশ। খোয়া যায় ৫ হাজার টাকা, এটিএম কার্ড ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
জানা গিয়েছে, শনিবার ভোর তিনটে নাগাদ তিন জনের একটি ডাকাত দল ফ্লাটের কার্নিশ বেয়ে ব্যালকনিতে এবং সেখান থেকে সটান ঘরের ভেতর ঢুকে পড়ে। তারপর লুটপাট চালায়। সেই সময় ঘরের ভেতরে ছিলেন মদন দাস নামে কেএমসি-তে কর্মরত এক ব্যক্তি। ডাকাতিতে বাধা দিতে গেলে তার উপর হামলে পড়ে দুষ্কৃতীরা। মদনবাবুর হাতে ও গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।




























































































































