ইস্তফাপত্র পাঠালেন রবীন্দ্রভারতীর উপাচার্য, পাননি বলে জানালেন শিক্ষামন্ত্রী

0
9

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। এই পরিস্থিতিতে নৈতিক দায় নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠালেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী।এমন কোনও ইস্তফাপত্র পাননি বলে শনিবার স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘উপাচার্য তো কোনও দোষ করেননি। বাংলার সংস্কৃতির মুখে কালি ছিটিয়েছে যারা, তাদের শাস্তি পেতে হবে। উপাচার্য তো কোনও ভুল করেননি।’
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দোল খেলার কুরুচিকর ছবির প্রেক্ষিতে শুক্রবার সিঁথি থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর তা নিয়ে শাসকদলের এক নেতা সব্যসাচীবাবুর কাছে জবাবদিহি চান বলে অভিযোগ। সেই ঘটনায় তিনি মানসিকভাবে আঘাত পান বলে জানাচ্ছে তাঁর ঘনিষ্ঠ মহল। তাই উপাচার্যের পদ থেকে তিনি ইস্তফা দিয়ে দিলেন বলে মনে করছেন অনেকে।যদিও শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, তিনি নিজে উপাচার্যের সঙ্গে কথা বলবেন বিষয়টি নিয়ে।