আগামী সপ্তাহেই নবান্নে পুর-বৈঠক

0
5

দিন ঘোষণা না হলেও, পুর নির্বাচন নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সব মহলে। আগামী সপ্তাহেই নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহার পৌরহিত্যে বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, নির্বাচনের দিনক্ষণ নিয়েই সেখানে আলোচনা হবে। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন থেকে চিঠি পৌঁছেছে নবান্নে। এই বৈঠকের পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনের বিষয়ে প্রস্তাব যাবে কমিশনে। এরপরে রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করবে। আগামী সপ্তাহের শেষের দিকেই সেই বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-মৃত্যুবার্ষিকীতে কালিকাপ্রসাদকে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর