ঋতুমতী মহিলাকে শৌচালয় ব্যবহারে বাধা, প্রশ্নের মুখে ‘মিনার’

0
5

রাত পোহালেই বিশ্ব জুড়ে পালিত হবে ‘নারী দিবস’। সোশ্যাল মিডিয়াতে পোস্টের বন্যা। আর এর আগেই লজ্জায় মুখ লুকোচ্ছে শহরবাসী। ঋতুমতী এক মহিলাকে শৌচাগারে ব্যবহার করতে বাধা দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর কলকাতার সিনেমা হল ‘মিনার’-এ।
শুক্রবার, হাতিবাগানের ‘মিনার’-এ সিনেমা দেখতে যান রাজারহাটের এক দম্পতি। ভদ্রমহিলা সেই সময় ঋতুমতী ছিলেন বলে সূত্রে খবর। অভিযোগ, হলে শৌচালয় ব্যবহার করতে গেলে এক মহিলা অ্যাটেনডেন্ট তাঁকে বাধা দেয়। এমন অবস্থায় তাঁকে বাইরের অন্য কোনও শৌচাগার ব্যবহার করতে বলা হয়। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য মহিলারাও নাকি সেই মহিলাকে কটাক্ষ করতে থাকেন বলে অভিযোগ।
এমন ঘটনার জন্য দম্পতি থানায় অভিযোগ জানাতে গেলে, প্রথমেই অভিযোগ নেয়নি পুলিশ। শনিবার হল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়। যদিও এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে কিছু বলেননি ওই মহিলা। তবে তাঁর স্বামী জানিয়েছেন, পুলিশের হস্তক্ষেপে ‘মিনার’-এর ম্যানেজার তাঁদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, এমন হেনস্থায় জড়িয়ে তাঁরা বিব্রত এবং তাঁর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন।
যেখানে মহিলা পুরোহিত এবং ঋতুচক্রকে বিষয়ে কেন্দ্র করে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ -র মতো ফিল্ম তৈরি হচ্ছে এবং ‘মিনার’-এ সেই সিনেমা চলছে, তখন সেখানেই ঘটে গেল এমন ঘটনা। চাঞ্চল্য উত্তর কলকাতার থিয়েটার পাড়ায়।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় মৌলবাদীদের তোপের মুখে নুসরত