পুরভোটের আগেই বাম কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে! কে জানেন?

0
3

পুরসভা ভোটের আগেই চিড় ধরল বাম শিবিরে। দীর্ঘদিনের সঙ্গী বিপ্লবী বাংলা কংগ্রেসের কাউন্সিলার ঋতা চৌধুরী এবার যোগ দিলেন তৃণমূলে। ঋতাদেবী ১০ বছর ধরে ৪১ নম্বর ওয়ার্ড থেকে জিতে কলকাতা পুরসভার প্রতিনিধিত্ব করেছেন তিনি।

আজ, শনিবার পাঁচ বছরের মেয়াদ শেষ অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল শিবির সূত্রে খবর, এবার পুরনির্বাচনে ঘাসফুলের প্রতীকে ভোটে লড়বেন ঋতা চৌধুরী।