করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার পাঠানোর নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। মিড-ডে মিল প্রকল্পের টাকায় ওইসব সরঞ্জাম কিনে স্কুলগুলিতে পাঠানোর জন্য জেলাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
জেলাশাসকদের দ্রুততার সঙ্গে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় আরও বলা হয়েছে, মিড-ডে মিলের তহবিলে স্যানিটাইজার বা সাবান কেনার টাকা না থাকলে অন্য কোনও খাত থেকে তা কিনে দ্রুত স্কুলগুলোকে পাঠাতে হবে।





























































































































