স্ত্রী খেলবেন বিশ্বকাপ ফাইনাল। স্থান মেলবোর্ন। আর স্বামী খেলছেন একদিনের ম্যাচ, বিপক্ষ প্রোটিয়, দক্ষিণ আফ্রিকা। কিন্তু স্ত্রীর খেলা দেখব না! বিশ্বকাপের ফাইনাল বলে কথা! ম্যানেজমেন্টের কাছে আব্দার এবং মঞ্জুর।
আবেদনকারী মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার। খেলছিলেন দক্ষিণ আফ্রিকায়। একদিনের সিরিজে দল তিন ম্যাচের দুটিতে হেরে গিয়েছে। তৃতীয় ম্যাচ নিয়মরক্ষার। শনিবার। আর তাঁর স্ত্রী এলিসা হিলি অস্ট্রেলিয়া দলের। বিশ্বকাপ ফাইনাল খেলবেন রবিবার। তাই শেষ ম্যাচ থেকে ছুটি নিয়ে সোজা মেলবোর্নের ফ্লাইট ধরলেন স্টার্ক। বললেন, এইরকম সুযোগ জীবনে বারবার আসে না। তাই স্ত্রীর পাশে থাকতে চাই। আর টিম কোচ জাস্টিন ল্যাঙ্গার বললেন, এই মরশুমে স্টার্ক বেশ খেটেছে। ফলে এই ছুটিটা বোধ হয় ওর প্রাপ্য ছিল।
জোহানেসবার্গ থেকে মেলবোর্ন। হাজার মাইল উড়ে এসে বিশ্বকাপ কী স্ত্রীর হাতে দেখতে পাবেন? সেটাই এখন সমানে প্রার্থনা করে চলেছেন স্টার্ক।






























































































































