নারী দিবসকে সামনে রেখে শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং সিটুর ডাকে কাজের নায্য দাবি, সম কাজে সম বেতন, তৃতীয় লিঙ্গের সমান অধিকারের দাবি এবং কলকাতা পুরসভা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। পাশাপাশি, কেন্দ্রের NRC ও CAA বিরোধিতাও করা হয়।
প্রথমে নিউ মার্কেটের সাম্বা সংক্ষিপ্ত সভা করে এই কর্মসূচির সূচনা হয়, এরপর মিছিল করে এসএন ব্যানার্জী হয়ে কলকাতা পুরসভার মেইন গেটে দিকে এগোলে পুলিশ এসএন ব্যানার্জী রোডে ব্যারিকেড দিয়ে তা আটকায়। বাধা পেয়ে সেখানেই আন্দোলনকারীরা কিছুক্ষন পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করে রাস্তার উপর বসে পড়ে। পরে পুলিশ বলে এই মিহিল অবৈধ, তাই সমস্ত আন্দোলনকারীদের গ্রেফতার করা হলো। এবং সেখানেই অল্পক্ষণের মধ্যে জামিন দেওয়া হয় তাঁদের।