দোলের আগে ঝলমলে আকাশ, স্বস্তি রাজ্যবাসীর

0
5

দোলের আগে আকাশ পরিস্কার হবে। রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলেই আশ্বস্ত করেছেন আবহবিদরা। মেঘ কেটে গিয়ে আকাশ আবার ঝলমলে হয়ে উঠতে পারে। অন্যদিকে শুক্রবার দিনভর বৃষ্টির সতর্কতা রাজ্য জুড়ে। সপ্তাহ জুড়েই বৃষ্টি হয়েই চলেছে। শুক্রবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে মাঝে মধ্যেই বইছে দমকা হাওয়া। পুবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্ঘাতের জেরে একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা কমেছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ মাত্র ০.৭ মিলিমিটার।

আরও পড়ুন-কোন্নগর পুরসভার উদ্যোগ, সাজলো অবন ঠাকুরের বাগানবাড়ি