রবীন্দ্রভারতীতে চূড়ান্ত অসভ্যতা, কড়া ব্যবস্থার দাবি

0
12

বসন্ত উৎসব করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চূড়ান্ত অসভ্যতা করল ছাত্রছাত্রীদের একাংশ। জনৈক রোদ্দুর রায় এখন রবি ঠাকুরের গানে যে অশ্লীলতম বাংলা কুশব্দগুলি প্রয়োগ করে, কিছু ছেলে সেগুলি রং দিয়ে বুকে লিখে সগর্বে দেখালো। মেয়েদের পিঠেও লেখা হল। তারাও সগর্বে পোজ দিয়ে ছবি তুলল। এনিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। বহু প্রাক্তনীও। উপাচার্যর কাছে তাঁদের দাবি, অবিলম্বে পুলিশকে জানিয়ে অশ্লীলতা ছড়ানোর দায়ে কড়া ব্যবস্থা নেওয়া হোক। বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে এইভাবে বিকৃত করা চলতে পারে না। বিশ্ব বাংলা সংবাদ ছবি পরীক্ষা করে নি। তবে এগুলি ছড়িয়ে পড়ছে। যদি ঠিক হয় ছেলেমেয়েগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হোক। যদি বিকৃত ছবি হয়, তাহলেও যারা করেছে শাস্তি পাক। এই ছবি সর্বত্র ঘুরছে। এটা খুব বাজে বার্তা যাচ্ছে।