৫ লক্ষ কোটি বাজার থেকে উধাও

0
16

পাঁচ লক্ষ কোটি বাজার থেকে উধাও! সৌজন্যে ইয়েস ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের বোর্ড রিজার্ভ ব্যাঙ্ক ৩০ দিনের জন্য গ্রহণ করায় সেনসেক্সের পতন হলো ১৪০০ পয়েন্ট। ফলে ৫লক্ষ কোটি টাকা নিমেষে বাজার থেকে উধাও! ব্যাঙ্কের সূচক নেমেছে লাফিয়ে। ইয়েস ব্যাঙ্ককে ইন প্রিন্সিপাল ঋণ দেওয়ার অনুমতি মিলেছে। ডলারের দাম টাকার তুলনায় বেড়েছে। শেয়ার বাজার আগামী কয়েক দিনে আরও খারাপ হবে। আন্তর্জাতিক বাজারে ধসের কারণ অবশ্য করোনা ভাইরাস।