কোন্নগর পুরসভার উদ্যোগ, সাজলো অবন ঠাকুরের বাগানবাড়ি

0
11

জনগণের জন্য খুলে দেওয়া হল শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। কোন্নগর পুরসভার উদ্যোগে সাজানো হল এই বাগানবাড়ি।

 

ভাষা আন্দোলনের শহিদ সফিউর রহমানের বাড়ির পাশেই এই বাগানবাড়ি। পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই কাজ করা হয়। এর আগেও এই পুরসভায় ঐতিহ্যবাহী ভবনকে পুননির্মাণ করে আগের অবস্থায় ফিরিয়ে দেন পুরপ্রধান। হেরিটেজ এই বাগানবাড়ি লাখোটিয়া পরিবার কিনে নেয়। দীর্ঘদিন রীতিমতো লড়াই চালিয়ে পুরসভা এই বাগানবাড়ি উদ্ধার করে।

১২ বিঘা ১৯ কাঠা জায়গাটি লাখোটিয়া পরিবার ২০১৯ সালের ৫ মার্চ পুরসভাকে হস্তান্তর করে। সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সুসজ্জিত করে বৃহস্পতিবার  জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হল শিল্পাচার্যের বাড়ি। পুরসভা বাগানবাড়িতে আর্ট মিউজিয়াম, দর্শনার্থীদের খাওয়া এবং আর্ট কলেজ করার প্রস্তাব দিয়েছে। যা হুগলি জেলার কাছে অত্যান্ত গর্বের ও আনন্দের বিষয়।

বৃহস্পতিবার এই বাগানবাড়ি  প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। উপস্থিত  ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল, পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, উপ পুরপ্রধান গৌতম  দাস, সাংবাদিক মিহির গঙ্গোপাধ্যায় সহ পুরসভার কাউন্সিলররা।

আরও পড়ুন-বসন্ত উৎসবের নামে অসভ্যতামি, অবশেষে পুলিশের দ্বারস্থ রবীন্দ্রভারতীর উপাচার্য