ইনি কে? অবিকল রাণু মণ্ডলের মতো দেখতে। আবার গানও গাইছেন। শুধু তাই নয়, ইনি আবার কীর্তন গাইছেন। সেই বিখ্যাত তেরি মেরি নিয়ে কীর্তন! শুধু আলাদা বলতে কপালে তিলক কাটা।
কোথা থেকে পাওয়া গেল এই কীর্তনীয়া রাণু মণ্ডলকে? অসমের অনিত খাখলারি নামে এক ব্যক্তি ফেসবুকে ভিডিওটি পোস্ট করেছেন। তবে এনার নাম কী? কোথা থেকে এসেছেন, তা অবশ্য জানা যায়নি। রাণুর মতো তারও এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আপাতত রাণু আর ‘রাণুর দিদি’কে নিয়ে মজেছে নেটিজেনরা।
আরও পড়ুন-বসন্ত উৎসব ঘিরে বিতর্ক রবীন্দ্রভারতীতে, কী বলছেন বিশিষ্টজনেরা?