বসন্ত উৎসবের নামে অসভ্যতামি, অবশেষে পুলিশের দ্বারস্থ রবীন্দ্রভারতীর উপাচার্য

0
13

বসন্ত উৎসবের নামে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যে চূড়ান্ত অসভ্যতা হয়েছে, তা নিয়ে এবার নড়েচড়ে বসলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হলেও পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় নাকি ছবির সত্যতা যাচাইয়ে সিঁথি থানায় অভিযোগ দায়ের করছেন বলে জানা গিয়েছে। যদিও এ ব্যাপারে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন তুলছেন না। আবার কখনও ব্যস্ত রাখছেন। কখনও আবার কল ডাইভার্ট করে দিচ্ছেন।

অভিযোগ, বৃহস্পতিবার বসন্ত উৎসবের পালন করতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চূড়ান্ত অসভ্যতাকরেছে পড়ুয়াদের একাংশ। কিছু ছাত্র রং ও লাল আবির দিয়ে বুকে অশ্লীল ভাষায় কিছু শব্দ লেখা রয়েছে। ছাত্রীদের পিঠেও লেখা হয়েছে ভাষায় প্রকাশ করার অযোগ্য ভাষা। যা ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

নেটিজেনদের আবার একাংশের অভিযোগ, এই ছবি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসের। আবার দ্বিমতও রয়েছে। কেউ বলছেন, এটা এ বছরের নয়। সব মিলিয়ে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হওয়ার আইনি পদক্ষেপ নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।