প্রাণঘাতী করোনাভাইরাস এবার ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম প্রাণ কেড়ে নিল। তিনি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।
এর আগে গত সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে আন্তর্জাতিক সংবাদসংস্থা ফার্স জানিয়েছে, ইরানি পার্লামেন্টের প্রায় ৮ শতাংশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
ইরানে করোনাভাইরাসে এখনও পর্যন্ত মারা গিয়েছেন অন্তত ১১০ জন। যা চিনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ। ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ইরানের সব প্রদেশের রাজধানীতে জুমার নমাজ বাতিল করা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর চিনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এরইমধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৯৬ হাজার জন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৩ হাজার ৩০০ জন। আক্রান্ত ও নিহতদের অধিকাংশই চিনের।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.