করোনা আতঙ্ক কেড়ে নিল বৃন্দাবনের হোলির আনন্দ। করোনা ছোঁয়া থেকে বাঁচতে ফুল-আবিরে এবার নয় হোলি। শুধু তাই নয়, বিদেশিদের প্রবেশেও নিষেধাজ্ঞা। তাজহলেও প্রবেশ নিষিদ্ধ। প্রতিবছর মথুরায় হোলি ছিল দেখার মতো জিনিস। ওয়াঘা সীমান্তেও বিটিং দ্য রিট্রিটে দর্শকদের উপস্থিতির উপরেও নিষেধাজ্ঞা বিএসএফের। প্রধানমন্ত্রী ও স্ব্ররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠান বাতিল করেছেন। দিল্লির সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখা হয়েছে।






























































































































