নদীয়ার কৃষ্ণগঞ্জ-এর তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি নেতা মুকুল রায়কে ভবানী ভবনে ডেকে পাঠাল সিআইডি। জানা গিয়েছে, আজ শুক্রবার বেলা ১১টা নাগাদ তাঁকে ভবানী ভবনে জেরার জন্য তলব করা হয়েছে। সম্প্রতি, এই একই ঘটনায় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে দীর্ঘক্ষণ জেরা করেছিলেন সিআইডি আধিকারিকরা। তার পর থেকে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথবাবু।
উল্লেখ্য, গতবছর সরস্বতী পুজোর দিন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল সত্যজিৎ বিশ্বাসকে। এরপরই পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করেছিল বেশ কয়েকজনকে। নাম জড়িয়ে গেছিল বিজেপির। নাম উঠে এসেছিল বিজেপি নেতা মুকুল রায়েরও। সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এদিন ডেকে পাঠানো হয়েছে মুকুলকে।





























































































































