রবীন্দ্রভারতী কাণ্ডে অভিযুক্তদের নিয়ে চন্দননগর কলেজেও নিন্দার ঝড়

0
14

বৃহস্পতিবার রবীন্দ্রভারতী ক্যাম্পাসে দোল উৎসবের কিছু অশ্লীল ছবি ঘিরে বিতর্ক তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ছবি দেখে নিন্দার ঝড় তোলেন নেটিজেনরা। ওই ছাত্রছাত্রীরা সকলেই হুগলির চন্দননগর কলেজের পড়ুয়া। এবার চন্দননগর কলেজের ছাত্র সংসদ অভিযুক্ত এই পাঁচজন ছাত্রী ছাত্রীদের বিপক্ষে চলে গেল। ছাত্র সংসদের এক সদস্য এদিন জানান, এখানকার ছাত্র-ছাত্রীরা রবীন্দ্রভারতীতে গিয়ে এই ভাবে অশ্লীল ভাষা প্রয়োগ করেছে। নিজেদের দায়িত্বে এই ঘটনা ঘটিয়েছে। এতে কোনও ভাবে কলেজ ও ইউনিয়ন দায়িত্ব নেবে না। রবীন্দ্রনাথ শিক্ষার গুরু, তাঁকে নিয়ে এই অশ্লীল ভাষার প্রয়োগ এটা খুবই রুচিহীন বলে মন্তব্য করেন ওই সদস্য।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, অভিযুক্তরা রবীন্দ্রভারতীর পড়ুয়া নন তারা বহিরাগত ছিলেন। এর জেরে সিঁথি থানায় অভিযোগ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ওই ঘটনায় যুক্ত পাঁচ ছাত্র ছাত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জলাভূমি ভরাটের অভিযোগ