পশ্চিমবঙ্গে রাজ্যসভার পাঁচটি আসনের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করলো নির্বাচন কমিশন। আগামী ২৬ মার্চ বিধানসভায় এই ৫ আসনে ভোটগ্রহণ করা হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ভোট পর্ব চলবে।
যে কোনও সরকারি ছুটির দিন বাদে সকাল ১১টা থেকে বিকেল ৩টের মধ্যে আগামী ১৩ মার্চ পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। ১৬ মার্চ মনোনয়নপত্র যাচাই হবে। প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন ১৮ মার্চ বেলা ৩টে পর্যন্ত।
উল্লেখ্য, বিধায়ক সংখ্যার বিচারে রাজ্যসভার চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চম আসনে তৃণমূল আবার নির্ধারক শক্তি হতে পারে। নিজেরাও প্রার্থী দিতে পারে। সেক্ষেত্রে বাম এবং কংগ্রেস কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাখছে ঘাসফুল শিবির।