রাজ্যের নামে নালিশ করতে দুপুরেই অমিত সাক্ষাতে রাজ্যপাল

0
2

আজ, শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবার ২.৪৫ মিনিট নাগাদ হবে এই সাক্ষাৎ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পার্লামেন্টের অফিসে এই সাক্ষাৎ হবে বলে এদিন টুইট করে জানিয়েছেন রাজ্যপাল।

তিনি জানিয়েছেন, রাজ্যপাল হওয়ার পর এটা হবে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎকার। রাজ্যের নিরাপত্তা প্রসঙ্গে অমিত শাহকে জানাবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল।

উল্লেখ্য, রাজ্যের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে তিনি যে দেখা করবেন, তা গতকাল, বৃহস্পতিবারই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ কিংবদন্তি ফুটবলার পি কে ব্যানার্জীকে দেখতে এসে সেকথা জানিয়েছিলেন তিনি।

রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যে গত ৭মাস ধরে তাঁর কার্যকালে যা যা ঘটেছে সেই বিস্তারিত বিবরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন তিনি। পাশাপাশি, রাজ্যের সার্বিক অবস্থা, সীমান্ত এলাকার নিরাপত্তা-সহ জঙ্গি কার্যকলাপ, সবকিছুই জানাবেন অমিত শাহকে।