বেনজির, দুজনের সিঁথিতে সিঁদুর পরালেন যুবক !

0
5

এও সম্ভব! একসঙ্গে দুজনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এক যুবক ৷ বাস্তবে ঘটেছেও তাই ৷ এই ঘটনার সাক্ষী থাকল রাস্তার সামনে জড়ো হওয়া উৎসাহিত মানুষ ও বন্ধুবান্ধব৷ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে, মন্দিরে মায়ের সামনে দুই নারীকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এক যুবক৷ সবাই দুই আত্মার মিলনের মুহূর্তকে ক্যামেরা বন্দি করেছেন ৷ শুধুই সিঁথিতেই সিঁদুর নয় দুজনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিয়ে দুজনকে নিয়েই ছবি তুলেছেন ওই যুবক ৷ কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে এমন হয়েছে সেই ব্যাখ্যাও যোমন নেই, তেমনি নিজেদের পরিচয় দিতে চাননি কেউই৷ দেখে নিন সেই ভিডিও-