৫ বলে ৫ ছক্কা! করছেন কী ধোনি!

0
2

থালা কাম ব্যাক। চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে সবে অনুশীলন শুরু করেছেন। আর শুরুর শুরুতেই বিধ্বংসী মেজাজে ধোনি। পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা মারলেন ধোনি। পিছনে দাঁড়িয়ে তা দেখলেন সুরেশ রায়না। আইপিএলে সব সমালোচনার জবাব দিতে যে ধোনি তৈরি হচ্ছেন, তা নিশ্চিতভাবে বলা যায়। অন্যদিকে করোনা আতঙ্কে আইপিএল নিয়ে সন্দেহের অবসান ঘটালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। জানালেন, আইপিএল হবে। এবং তাকে করোনা মুক্ত রাখার জন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আতঙ্কের কোনও কারণ নেই।