হামলাকারীদের থেকে বাঁচতে মরিয়া মুষ্টিমেয় পুলিশ, প্রকাশ্যে দিল্লি হিংসার ভিডিও ফুটেজ

0
4
ভিডিও ফুটেজ থেকে পাওয়া ছবি

দিল্লি হিংসার সবচেয়ে কলঙ্কিত দিন বোধহয় ২৪ ফেব্রুয়ারি। ওই দিনই গুলিবিদ্ধ হন কনস্টেবল রতন লাল। একই দিনে পুলিশের দিকে রিভলবার তাক করেন শাহরুখ। এবার প্রকাশ্যে এলো ওইদিনের ভিডিও ফুটেজ। তাতে দেখা যাচ্ছে, হামলার সময় উর্ধ্বতন আধিকারিককে বাঁচাতে গিয়ে গুলি লাগে রতন লালের গায়ে। এরপরেই হাসপাতালে মৃত্যু হয় রতন লালের। ভিডিও-তে প্রকাশ চাঁদবাগ এলাকায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন মহিলারা। পুলিশকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা। দিল্লি পুলিশের ডিসিপি অমিত শর্মাকে মারধর করা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল রতন লাল। ভিডিও প্রকাশের পরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

হিংসা কবলিত চাঁদবাগে কোনও একটি বাড়ির ছাদ থেকে ভিডিওটি তুলেছিলেন জনৈক ব্যক্তি। তাতে দেখা যাচ্ছে, হামলাকারীরা পুলিশের দিকে ছুটে যাচ্ছে। রাস্তার চারদিকে ছড়িয়ে আছে ইট। জনতাকে দৌড়ে আসতে দেখে পুলিশকর্মীরা টিয়ার গ্যাসের শেল ফাটান। তাতে দৌড়ে পালায় হামলাকারীরা। ফের পুলিশের দিকে ধেয়ে যায় বিক্ষোভকারীরা। এরপরেই দেখা যায় বাঁচতে পালাচ্ছে পুলিশ। রাজনৈতিক মহলের মতে, সংঘর্ষ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেনি তা ওই ভিডিও থেকেই স্পষ্ট।

আরও পড়ুন-রোজ রিভিউ হচ্ছে, রাজ্যসভায় করোনা-পরিস্থিতি ব্যাখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর