করোনার আতঙ্কে ছড়াচ্ছে নানা গুজব। তার জেরে কমেছে মুরগির বিক্রি। কারণ, মুরগির মাংস থেকে করোনা ছড়াতে পারে বলে গুজব ছড়ায়। যদিও, চিকিৎসকদের মতে এই কথার কোনও ভিত্তি নেই। কিন্তু গুজবের প্রভাব পড়েছে মুরগির মাংস বিক্রিতে।
এর জেরে পোলট্রি বাঁচানোর লক্ষ্যে হরিপালে অভিনব সচেতনতা প্রচারে নামে হরিপালের বলদবাঁধ তরুণ সংঘ। এদিন সকাল থেকে হরিপালের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন ফার্ম মালিক সহ ক্লাবের সদস্যরা।
‘আমরা কেউ করোনাভাইরাসে আক্রান্ত নই’, ‘আমাদের নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না’ এইসব লেখা পোস্টার মুরগির গলায় ঝুলিয়ে প্রচার করা হয়। ফার্মের মালিকরা জানিয়েছে, আগামী দিনে মানুষের মধ্যে মিথ্যা আতঙ্ক কাটাতে এলাকার বিভিন্ন বাজারে রান্না করা মুরগির মাংস বিনামূল্যে খাওয়ানো হবে।
আরও পড়ুন-কবে ঘোষণা পুরনির্বাচনের দিন?