রাহুল করোনায় আক্রান্ত কি না পরীক্ষা করা উচিত, কটাক্ষ বিজেপি সাংসদের

0
10

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধীকে পরীক্ষা করে দেখা হোক তাঁদের করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কি না। বৃহস্পতিবার বিজেপির সাংসদরা এমনই কটাক্ষ করলেন লোকসভায়।

সদ্য ইতালি থেকে ফিরেছেন সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। তাঁরা করোনাভাইরাস ছড়াতে পারেন বলে কটাক্ষ করেন বিজেপি সাংসদরা। এদিন সংসদের দুই কক্ষে করোনাভাইরাস নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু নির্দল সাংসদ হনুমান বেনিওয়ালের মন্তব্যের পরেই পালটে যায় লোকসভার পরিবেশ। কংগ্রেস সাংসদরা দাবি করতে থাকেন, হয় তাঁকে ক্ষমা চাইতে হবে, নয়ত তাঁকে বহিষ্কার করতে হবে। বাধ্য হয়ে লোকসভার অধিবেশন মুলতবি করে দেন স্পিকার ওম বিড়লা।

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর করোনা নিয়ে টুইট প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘‘মনে হচ্ছে টাইটানিক জাহাজের ক্যাপ্টেন যাত্রীদের বলছেন, ভয় পাবেন না।’’ সংসদে রাহুলকে কটাক্ষ করেন বিজেপির এমপি রমেশ বিধুরি। তিনি বলেন, “যাঁরা ইতালি থেকে আসছেন, তাঁদের অনেকের দেহে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।” এরপর সরাসরি রাহুলের নাম করে তিনি বলেন, “কংগ্রেসের প্রাক্তন সভাপতি মাত্র ছ’দিন আগে ইতালি থেকে এসেছেন। তাঁর শরীরে করোনাভাইরাস আছে কিনা পরীক্ষা করে দেখা হোক। তাতে কী জানা গেল তাও সংসদকে বলা উচিত।” এমনকী সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, “যে সাংসদরা রাহুল গান্ধীর পাশে বসে আছেন, তাঁরাও ওই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।’’

আরও পড়ুন-করোনার জের, বিদেশ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী