১০ ব্যাঙ্ক জুড়ে ৪টি হবে, দেশে থাকবে ১২টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক, ঘোষণা সীতারমনের

0
2

২০১৭ সালে সংখ্যা ছিলো ২৭। ২০২০-র মাঝামাঝি এই সংখ্যা দাঁড়াবে ১২৷ দেশে থাকবে মাত্র এক ডজন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক।

‘ভয়ঙ্কর’ এই তথ্য জানিয়েছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজেই৷

২০১৯- এর আগস্টে কেন্দ্র ঘোষণা করেছিল, ১০টি ব্যাঙ্কের সংযুক্তিকরন করে ৪টি ব্যাঙ্ক হবে। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, “খুব তাড়াতাড়ি ১০টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক জুড়ে ৪টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। তিনি বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা ব্যাঙ্ক সংযুক্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে৷ ১০ ব্যাঙ্কের সংযুক্তিকরণের কাজও চলছে৷ ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির বোর্ড সিদ্ধান্ত নিতেও শুরু করেছে”।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের
প্রস্তাব অনুযায়ী,
◾ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে জুড়ে যাচ্ছে ইউনাইডেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স৷ এই ৩ ব্যাঙ্ক সংযুক্ত হয়ে যে ব্যাঙ্কটি হবে, সেটি দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্কে পরিণত হবে৷
◾ কানাড়া ব্যাঙ্কের সঙ্গে জুড়ছে সিন্ডিকেট ব্যাঙ্ক,
◾ ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে জুড়ছে এলাহাবাদ ব্যাঙ্ক এবং
◾ ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে জুড়ছে অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাঙ্ক৷

এদিকে, ব্যাঙ্ক সংযুক্তিকরণ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিভিন্ন ব্যাঙ্ক কর্মচারী সংগঠন। ইউনিয়নগুলির অভিযোগ, সরকারের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কর্মী সংকোচন। তবে চাকরি সংকোচনের আশঙ্কা উড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকার এ ধরনের কোনও সিদ্ধান্তই নেয়নি৷ কোনও কর্মীকেই অপসারণ করা হবে না৷