রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নালিশ জানাতে অমিত শাহের দ্বারস্থ হবেন রাজ্যপাল

0
4

রাজ্যের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে দেখা করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ, বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ কিংবদন্তি ফুটবলার পি কে ব্যানার্জীকে দেখতে এসে একথা জানান তিনি।

রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যে গত ৭মাস ধরে তাঁর কার্যকালে যা যা ঘটেছে সেই বিস্তারিত বিবরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন তিনি। পাশাপাশি, রাজ্যের সার্বিক অবস্থা, সীমান্ত এলাকার নিরাপত্তা-সহ জঙ্গি কার্যকলাপ, সবকিছুই জানাবেন অমিত শাহকে।

আরও পড়ুন-দেশে করোনায় আক্রান্ত ৩০, মার্চ জুড়ে বন্ধ দিল্লির স্কুল