ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ডিভিলিয়ার্স-কে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে। প্রোটিয়াদের হেড কোচ মার্ক বাউচার ডিভিলিয়ার্সের জন্য বেঁধে দিয়েছেন সময়। জুন থেকেই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফর।
২০১৮ সালের ২৩ মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স। তাঁকে আইপিএল-এ দেখা গিয়েছিল। তবে তিনি অবসর ভেঙে বিশ্বকাপে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু সেই সময়ে তাঁর প্রস্তাব ফিরিয়ে দেয় প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন-রোজ রিভিউ হচ্ছে, রাজ্যসভায় করোনা-পরিস্থিতি ব্যাখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর