এখনও পর্যন্ত ৬০টি দেশের লোকজনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, এতে হয়তো আরও অনেকেই আক্রান্ত হতে পারেন।
এত দ্রুত গতিতে ভাইরাসটি ছড়িয়ে পড়ার কারণে একে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার হরিয়ানার গুরুগ্রামে এক পেটিএম কর্মীর দেহে মিলল করোনা ভাইরাস। পেটিএম কর্তৃপক্ষের তরফে এখবরটি নিশ্চিত করা হয়েছে । 
জানা গিয়েছে, আক্রান্ত কর্মীর বয়স মাত্র ২৪ বছর। বর্তমানে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে এবং বর্তমানে তিনি বেঙ্গালুরুর গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন। পেটিএম কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার তাঁদের এক কর্মীর করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।
ভারতে আসা ১৫ জন ইতালিয়ান পর্যটকের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তাদের শরীরে ভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে এইমস। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে।
আগামী কয়েকদিন ওই পেটিএম অফিসের সব কর্মীকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন পেটিএম কর্তৃপক্ষ। ওই অফিসটিকে সম্পূর্ণ ভাবে জীবাণুমুক্ত করে তারপরে ফের চালু করা হবে বলে জানানো হয়েছে।
গুরুগ্রামের পাশাপাশি উত্তরপ্রদেশের নয়ডার পেটিএমের অফিস অন্তত দু’দিন বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পেটিএম কর্তৃপক্ষ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































