বিধাননগরে জনগণনা ভবন অভিযানের জন্য বৃহস্পতিবার করুণাময়ী মোড়ে জমায়েত করারও অনুমতি দিল না পুলিশ। যদিও অনুমতির তোয়াক্কা না করেই অভিযানের কর্মসূচি বহাল রাখছে নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চ। রাজাবাজার মোড়ের ধর্নাস্থলে আজ, বৃহস্পতিবার জমায়েত করার ডাক দিয়েছে তারা। সেখান থেকেই মিছিল নিয়ে যাওয়া হবে বিধাননগরের জনগণনা ভবনের উদ্দেশে।
সিএএ, এনপিআর এবং এনআরসি-বিরোধী সব শক্তিকে আজ দুপুরে রাজাবাজারের ধর্নাস্থলে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে যুক্ত মঞ্চ। তাদের অভিযোগ, বুধবার বিধাননগর দক্ষিণ থানা এই জমায়েতের অনুমোদন বাতিল করেছে । তবে অনুমতি না দেওয়ার কারণ লিখিত ভাবে জানায় নি।
মঞ্চের আহ্বায়ক প্রসেনজিৎ বসু জানিয়েছেন , ‘‘প্রথমে এনপিআর-বিরোধী শান্তিপূর্ণ পদযাত্রা ভণ্ডুল করা হল। এ বার জনগণনা ভবন অভিযানও বানচাল করার অপচেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের বেআইনি আচরণের স্বরূপ এখন প্রকাশ্যে । ’’
সূত্রের খবর, আইনশৃঙ্খলাই পুলিশের অনুমতি বাতিলের মূল কারণ ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.