প্রেসিডেন্সির পড়ুয়াদের হস্টেল আন্দোলন নেমে এল এমজি রোডে

0
1

প্রেসিডেন্সি হস্টেলের পড়ুয়াদের আন্দোলন নেমে এলো রাস্তায়। বৃহস্পতিবার পড়ুয়ারা সন্ধ্যা থেকে কলেজের লাগোয়া এমজি রোড অবরোধ করা শুরু করে। পড়ুয়াদের বক্তব্য, ভিসি ম্যডামকে তাদের সঙ্গে কথা বলতে হবে। তিনি না আসা পর্যন্ত চলবে ধরণা। কেন এই অবরোধ? পড়ুয়ারা জানান, হস্টেলের সমস্যা নিয়ে কলেজ করিডরে টানা ৪৫ দিন ধরণায় বসার পরেও কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসেনি। তাই বাধ্য হয়েই এই পথে তারা নেমেছেন।

সন্ধ্যা থেকে এমজি রোডের এক প্রান্ত অবরুদ্ধ হওয়ায় অসুবিধায় পড়েছেন পথযাত্রীরা। হাওড়া-শিয়ালদহে যাতায়াত থমকে যায়। ছাত্র-ছাত্রীরা রাস্তায় শুয়ে পড়েন। খাবার থালা নিয়ে আসেন। তাদের বক্তব্য, পড়ুয়াদের বিপদে ফেলতে কর্তৃপক্ষ রান্নার কর্মচারীকেও তাড়িয়েছে। হাতে পোস্টার। কর্তৃপক্ষ অবশ্য অনড় মনোভাব দেখিয়ে বলেছে, আন্দোলন না তুললে, বসার প্রশ্ন নেই। পাল্টা, পড়ুয়ারাও তাদের দাবিতে ও অবস্থানে অনড়।