গ্রাহক টানতে অতিরিক্ত ডেটা-অফার ভোডাফোন আইডিয়ার

0
4

গ্রাহক টানতে ফের নতুন অফার নিয়ে হাজির ভোডাফোন আইডিয়া। এখন এই টানা-পোড়েনের মধ্যেও তাদের আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে এই টেলিকম কোম্পানি। গ্রাহকদের জন্য এই নতুন অফারে রয়েছে প্রতিদিন দেড় জিবি করে অতিরিক্ত হাই স্পিড ডেটা পাওয়ার সুবিধা। ২৪৯ টাকা, ৩৯৯ টাকা এবং ৫৯৯ টাকার এই নতুন তিনটি প্ল্যান এসেছে বাজারে। এই প্ল্যানে অতিরিক্ত দেড় জিবি করে হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এই সুবিধা আনা হয়েছে ৮৪ দিনের জন্য।

এই প্ল্যান গুলির সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ভোডাফোন-আইডিয়ার ওয়েবসাইট থেকে। ২৪৯ টাকার প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন ৩ জিবি করে হাই স্পিড ডেটা পেতে পারবেন ২৮ দিনের জন্য। এর পাশাপাশি ৩৯৯ টাকার প্ল্যানে থাকছে প্রতিদিন ৩ জিবি করে ডেটা ৫৬ দিনের জন্য। আর ৫৯৯ টাকার প্ল্যানে থাকছে অতিরিক্ত দেড় জিবি করে ডেটা মোট ৮৪ দিনের জন্য। এছাড়াও এই প্ল্যানে থাকছে জি ফাইভ এবং ভোডাফোন প্লে সাবস্ক্রিপশন সুবিধাও। এছাড়াও এই তিনটি প্ল্যানে থাকছে আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ টি করে মেসেজ করার সুবিধা।

আরও পড়ুন-দমদম বিমান বন্দরে করোনা আতঙ্ক! পরীক্ষা করেই ছাড়া হচ্ছে যাত্রীদের