সিএএ নিয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের

0
2

সিএএ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। এই বিষয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করলেন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার। শীর্ষ আদালতের কাছে আবেদনে রাষ্ট্রসঙ্ঘ বলেছে, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যা হচ্ছে, সে বিষয়ে হস্তক্ষেপ করা হোক। মানবাধিকার কমিশনের হাইকমিশনার সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পিটিশন দাখিল হওয়ার পরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বলেন, “সংশোধিত নাগরিকত্ব আইন একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি সংসদে প্রথমে বিল আকারে পেশ হওয়ার পর আইন আকারে পাশ হয়েছে।” তাঁর মতে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরের কেউ কিছু বলবে না।

সিএএ নিয়ে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশন যে উদ্যোগ নিয়েছে তা অতীতে এরকম কখনও হয়নি।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: বিশ্বভারতীতে বাতিল চিনা পড়ুয়াদের অনুষ্ঠান