আজ নির্বাচক বাছাই পরীক্ষা বোর্ডের

0
4

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক বেছে নিতে আজ ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সামনে পরীক্ষা দেবেন প্রাক্তন ক্রিকেটাররা। দক্ষিণাঞ্চল থেকে লড়াইয়ে আছেন প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ, দুই স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণ ও সুনীল যোশী। মধ্যঞ্চল থেকে লড়ছেন স্পিনার রাজেশ চৌহান ও পেসার হরবিন্দর সিং। অ্যাডভাইজারি কমিটিতে রয়েছেন মদনলাল, আর পি সিং ও সুলক্ষণা নায়ার। পাঁচজনের মধ্যে দুজনকে বাছাই করা হবে দুটি অঞ্চল থেকে। নতুন নির্বাচক কমিটি ভারত-দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজের দল বেছে নেবে।