আজ ফের বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে

0
8

বসন্তেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। থামার কোনও সম্ভাবনাও নেই, জানাচ্ছে হাওয়া অফিস। গাছে গাছে পলাশ ফুল, চলছে পাতাঝরার মরশুমও। আগামী সপ্তাহে সোমবার দোল। কিন্তু বৃষ্টিতে দোল উৎসব মাটি হয়ে যাবে না তো? প্রশ্ন রয়েছে অনেকেরই। তবে দোলে বৃষ্টি হবে কি না তা এখনও জানায়নি হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারের তুলনায় বৃষ্টি বাড়বে বুধবার। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে। পশ্চিমিঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতের জেরেই এই বৃষ্টি। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্নাবর্ত তৈরি হয়েছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে।

আরও পড়ুন-দমদম বিমান বন্দরে করোনা আতঙ্ক! পরীক্ষা করেই ছাড়া হচ্ছে যাত্রীদের