করোনাকে আতঙ্কে পরিণত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি, দাবি অতীনের

0
4

করোনা ভাইরাসের সন্দেহকে আতঙ্কে পরিণত করে তার রাজনীতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি। বুধবার এমনই অভিযোগ তুললেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।

তিনি নাম না করে মোদি-শাহ’র বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, অযথা দেশের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দিয়ে রাজনীতি করছে কেউ কেউ। তবে করোনা ভাইরাসের মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে কলকাতা পুরসভা। কলকাতার ১৪৪ টি বড়দের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে সমস্তরকম নিরীক্ষা-পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং কোনও সংক্রমণ ধরা পড়লে সঙ্গে সঙ্গে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে এদিন জানান অতীন ঘোষ।