টিম ইন্ডিয়ার নতুন নির্বাচন প্রধান সুনীল যোশী

0
3

ভারতের নতুন নির্বাচন প্রধান সুনীল যোশী। কমিটির সদস্যদের মধ্যে সব থেকে বেশি টেস্ট যিনি খেলেছেন, তাঁকেই নির্বাচক প্রধান বেছে নেওয়ার কথা৷ সেই অনুযায়ী সুনীল যোশীর নাম ঘোষণা করা হল ভারতের নতুন নির্বাচক প্রধান হিসেবে৷ ৪৯ বছর বয়সি সুনীল যোশী ১৫টি টেস্ট, ৬৯ টি ওয়ানডে খেলেছেন। বাঁ-হাতি স্পিনার টেস্ট-একদিনে নিয়েছেন যথাক্রমে ৪১ ও ৬৯ উইকেট। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে এক বার করে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।

এমএসকে প্রসাদের পরিবর্তে সুনীলকে খুঁজে নিল বিসিসিআই। ভারতের নতুন নির্বাচক প্রধানের দৌড়ে ছিলেন লক্ষ্ণণ শিবরামকৃষ্ণন, ভেঙ্কটেশ প্রসাদ, সুনীল যোশীর মতো তারকারা৷ প্রাথমিক পর্যায়ের বাছাইয়ের পর সাক্ষাৎকারের জন্য ডাক পেয়েছিলেন রাজেশ চৌহান, হরবিন্দর সিংরা৷ এরপর যোশী ও হরবিন্দর এই দু’জন নতুন সদস্য হিসেবে জাতীয় নির্বাচক কমিটিতে ঢুকে পড়েন৷

আরও পড়ুন-৩৭ বলে শতরান করে তাক লাগিয়ে দিলেন হার্দিক