ফের করোনার থাবা শেয়ার বাজারে। বুধবার সেনসেক্স নেমেছে ৭৭৮ পয়েন্ট, দাঁড়িয়েছে ৩৭,৮৪৬-এর ঘরে। নিফটিও ২১৫ পয়েন্ট নেমে পৌঁছেছে ১১০৯৭-এর ঘরে।
এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং আইটিসিম-এর মতো সেনসেক্সে নথিভুক্ত সংস্থার দাম কমেছে এদিন। অন্যদিকে নিফটির অন্তর্ভুক্ত সংস্থা ইয়েস ব্যাঙ্কের শেয়ার বাজারে দর কমেছে সবচেয়ে বেশি। এছাড়া টাটা স্টিল, টাটা মোটর্স, ইচার মোটর্স, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, জেএসডব্লু স্টিল, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, আলট্রাটেক সিমেন্ট, আইটিসি ও বেদান্ত। অন্যদিকে সান ফার্মা, সিপলা, ডক্টর রেড্ডিস ল্যাবস, গেইল, এশিয়ান পেন্টস, পাওয়ার গ্রিড এবং ইন্ডিয়ান ওয়েলের শেয়ারের দাম বেড়েছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজার পতনের কারণ দু’টি। প্রথমত, করোনাভাইরাস আতঙ্কে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ধাক্কা খেয়েছে। দ্বিতীয়ত, মার্কিন অর্থনীতিকে করোনাভাইরাসের ধাক্কা থেকে বাঁচাতে আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়েছে।
আরও পড়ুন-নির্ভয়াকাণ্ডে দোষী পবনের আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি































































































































