সত্যি কি নতুন ১০০০ টাকার নোট আসছে? জানাল আরবিআই

0
7

গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন ১০০০ টাকার নোট বাজারে আসার খবর। এমনকি ছবিও দেখা যাচ্ছে তার। এই খবর ছড়িয়ে পড়ার পর আরবিআই স্পষ্ট জানিয়েছে, ১০০০ টাকার কোনও নতুন নোট জারি করা হয়নি৷ সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই PIB Fact Check এটি গুজব বলে জানিয়ে দিয়েছে ৷

PIB Fact Check ট্যুইটে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি গুজব ছড়িয়ে পড়েছে আরবিআই ১০০০ টাকার নতুন নোট বাজারে আনছে৷ এমনকি নোটের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ PIB Fact Check এ জানা গিয়েছে, নতুন নোট নিয়ে যে খবর ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেটি সম্পূর্ণ ভুয়ো৷ আরবিআই কোনও ১০০০ টাকার নোট ঘোষণা করেনি৷ PIB Fact Check কেন্দ্র সরকারের পলিসি/স্কিম/বিভাগ/মন্ত্রালয় নিয়ে গুজব ছড়ানো আটকানোর জন্য কাজ করে থাকে৷ সরকারের সঙ্গে যুক্ত একাধিক খবর সত্যি না গুজব সেটি জানার জন্য PIB Fact Check এর সাহায্য নেওয়া হয়ে থাকে৷ সন্দেহজনক খবরের স্ক্রিনশট, ট্যুইট, ফেসবুক পোস্ট ও URL pibfactcheck@gmail.com এ মেল পাঠানো যেতে পারে অথবা হোয়াটসঅ্যাপে 918799711259 নম্বরে পাঠানো যেতে পারে৷

আরও পড়ুন-ফেলে রাখা যাবে না, শুক্রবারই দিল্লি হাইকোর্টে করতে হবে দিল্লি হিংসার শুনানি: শীর্ষ আদালত