দ্বাদশের বোর্ড পরীক্ষা শেষেই জয়েন্টের ফল

0
3

উচ্চ মাধ্যমিক, সিবিএসই দ্বাদশ এবং আইএসসি পরীক্ষা শেষ হওয়ার পরই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফল। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

এ বার উচ্চ মাধ্যমিক চলবে ১২ মার্চ থেকে ২৭ মার্চ। মার্চেই শেষ হয়ে যাচ্ছে সিবিএসই দ্বাদশ এবং আইএসসি-র বিজ্ঞান শাখার পড়ুয়াদের পরীক্ষা। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এক আধিকারিক জানান, প্রতিবছর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অনেক ছাত্রছাত্রীই ভিন রাজ্যে চলে যান। এই পড়ুয়ারা যাতে এরাজ্যেই পড়তে পারেন সেই কারণেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এ বার প্রায় আড়াই মাস এগিয়ে আনা হয়েছিল। চলতি বছরে ২ ফেব্রুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। সাধারণত পরীক্ষা শেষের এক মাসের মধ্যেই জয়েন্টের ফল বেরোয়। কিন্তু দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলাকালীন ফল প্রকাশ হলে মানসিক চাপ বাড়বে পড়ুয়াদের। তাই পরীক্ষা শেষের পরই প্রকাশ করা হবে জয়েন্টের ফল।

আরও পড়ুন-“গোলি মারো স্লোগান”, গ্রেফতার আরও ১