৫ টাকার নোট থাকলে এখনই আয়ের সুযোগ রয়েছে। তবে যে কোনও নোট নয়, ৭৮৬ সিরিজের নোট হতে হবে। কারণ, এই সিরিজের নোটই অনলাইনে লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে। একাধিক ই-কমার্স ওয়েবসাইটে নিলাম হচ্ছে ওই সিরিজের ৫ টাকার নোট।
পুরনো নোটের অনলাইন নিলামের প্রক্রিয়া খুবই সহজ। আপনার কাছে যদি ৭৮৬ সিরিজের নোট থাকে, তবে তার স্পষ্ট ছবি তুলে এই ধরনের ওয়েবসাইটগুলিতে আপলোড করুন। এরপর নিলাম প্রক্রিয়া শুরু করুন।
তবে যেই ওয়েবসাইটে এই ধরনের ছবি আপলোড করছেন, তার বিশ্বাসযোগ্যতা আগে পরীক্ষা করে নিন।





























































































































