“গোলি মারো স্লোগান”, গ্রেফতার আরও ১

0
3

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শহিদ মিনারের জনসভায় আসা বিজেপি কর্মীদের “গোলি মারো” স্লোগান দেওয়ার ঘটনায় ধৃত আরও এক। এবার ধৃত সোদপুরের বাসিন্দা প্রশান্ত সরকার (৫০)। তিনি ওই দিন ধর্মতলার মিছিলে ছিল বলে জানা গিয়েছে।

ফুটেজে তাঁকে ওই বিতর্কিত স্লোগান দিতে দেখা যায়। ওই ঘটনায় সোমবার রাতে সোদপুর থেকে সুজিত বড়ুয়াকে এবং মঙ্গলবার বিকেলে চেতলা থেকে সন্দীপ সোনকারকে ধরা হয়। ইতিমধ্যে ধৃত সুজিতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজ, বুধবার সন্দীপ ও প্রশান্তকে আদালতে তোলা হবে।

আরও পড়ুন-জাতীয় সুরক্ষা দিবস নিয়ে টুইট মমতার, কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?