মারণ করোনাভাইরাসের উৎসস্থল চিন। তাই আপৎকালীন পরিস্থিতিতে চিন থেকে ওষুধ ও ওষুধ শিল্পের প্রয়োজনীয় উপাদান আমদানি পুরোপুরি বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চিন থেকে সাপ্লাই বন্ধই থাকবে। এই অবস্থায় ভারতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য ২৬ টি ফার্মা উপকরণ বিদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। এগুলিকে বলা হয়েছে অ্যাডভান্সড ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা এপিআই। এর মধ্যে যেমন কিছু মৌলিক রাসায়নিক দ্রব্য আছে তেমনি আছে প্যারাসিটামল, কিছু ভিটামিন, হরমোন ও কিছু অ্যান্টিবায়োটিক, যেমন মেট্রোনাইডাজোল, নিওমাইসিন ইত্যাদি। দেশের বাজারে যাতে ঘাটতি না হয় সেজন্য এধরনের ২৬ টি উপাদান রফতানি বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।
আরও পড়ুন-জাতীয় সুরক্ষা দিবস নিয়ে টুইট মমতার, কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?